সর্বশেষ সংবাদ :

নতুন অ্যাডভকেটদের সংবর্ধনা : বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ও আন্তর্জাতিক আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের আয়োজনে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক তালিকাভুক্ত নতুন অ্যাডভকেটদের সংবর্ধনা ও স্নায়ু যুদ্ধের যুগে আন্তর্জাতিক আইন অধ্যয়নের উপর আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দুই ধাপে আইন ও মানবাধিকার বিভাগ কর্তৃক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৯ টায় বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক তালিকাভুক্ত নতুন অ্যাডভকেটদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উক্ত বিভাগের প্রভাষক রুবাইদা এলিন সুধা। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আশিক মোসাদ্দিক, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান ও রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডলসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। উক্ত সংবর্ধনা অনুষ্ঠান সভাপতিত্ব করেন আইন ও মানবাধিকার বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর আবু নাসের মো. ওয়াহিদ।
শুরুতেই ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেন বিভাগের শিক্ষার্থীরা। এরপর সদ্য নিয়োগপ্রাপÍ আইনজীবীদের ফুল দিয়ে বরণ ও ক্রেস্ট বিতরণ করেন উক্ত অনুষ্ঠানের সভাপতি মহোদয় ও সম্মানিত অতিথিবৃন্দ।
বক্তব্য পর্বে প্রধান অতিথি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান প্রথমেই নতুন আইনজীবীদের অভিনন্দন জানান। এসময় তিনি নতুন আইনজীবীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং কেন্দ্রীয় অ্যালামনাই এসোসিয়েশন গঠনের অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, ‘ইতোমধ্যে অ্যালামনাই এসোসিয়েশন তহবিল সংগ্রহের কাজ চলছে। এই তহবিল বিনিয়োগ করে যে প্রফিট আসবে তা থেকে স্কলারশিপ ও বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করা হবে। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করেন, আইন উপদেষ্টা নিয়োগের সময় যেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী যারা আইনজীবী হিসেবে কর্মরত আছেন তাদের অগ্রাধিকার দেয়া হয়।’ তিনি নতুন আইনজীবীদের উদ্দেশ্যে সমাজের নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে এবং সমাজে সুশাসন প্রতিষ্ঠার জন্য নিজেকে সবসময় নিয়োজিত রাখতে বলেন।
প্রফেসর ড. আশিক মোসাদ্দিক তার বক্তব্যে নতুন আইনজীবীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘আইন ও মানবাধিকার বিভাগ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মোস্ট ডিমাণ্ডেবল বিভাগ। এই বিভাগ শিক্ষার্থীদের বর্তমান যুগের চাহিদা অনুপাতে গড়ে তোলে।’ এছাড়া আইনজীবীদের পেশাগত নতুন জীবন নিয়ে দিক নির্দেশনামূলক পরামর্শ দেন তিনি।
অর্জন করেছেন।
অনুষ্ঠনের শেষ ভাগে সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আন্তর্জাতিক আইনের গুরুত্ব তুলে ধরেন। এসময় তিনি পরিবেশগত আইন ও আন্তর্জাতিক আইনের মধ্যে তুলনামূলক আলোচনা করেন। পরিশেষে তিনি সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন এবং অতিথিদের সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


প্রকাশিত: মে ২৫, ২০২৩ | সময়: ৬:২৫ পূর্বাহ্ণ | সুমন শেখ