সর্বশেষ সংবাদ :

আগামীতে শেখ হাসিনার নেতৃত্বে ভয়ভীতি ও বৈষম্যহীন আত্রাই-রাণীনগর গড়তে চাই:মুক্তিযোদ্ধা নওশের আলী

রাণীনগর প্রতিনিধি:

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসন থেকে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও রাজশাহী মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. নওশের আলী বলেছেন আগামীতে সুযোগ পেলে আমি মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এক সময়ের রক্তাক্ত জনপদ হিসেবে খ্যাত আত্রাই ও রাণীনগর উপজেলাকে একটি ভয়ভীতি, স্বজনপ্রীতি ও দলীয় বৈষম্যহীন এক আদর্শ অঞ্চল হিসেবে গড়ে তুলতে চাই। জীবনের মায়া ত্যাগ করে জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ২১বছর বয়সে এই লাল সবুজের দেশটাকে পরাধীনতার হাত থেকে রক্ষা করতে যুদ্ধে ঝাঁপিড়ে পড়েছিলাম।

 

 

 

 

এমন বৈষম্য আর স্বজনপ্রীতিতে ভরা আত্রাই-রাণীনগর দেখতে এই দেশকে স্বাধীন করিনি। অনেকবার মৃত্যুকে অনেক কাছে থেকে দেখেছি। চোখের সামনে পাক-বাহিনীর বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত সহযোদ্ধাদের বুকের তাজা রক্তে বাংলার জমিন রক্তিম হতে দেখেছি এমন অন্যায়, অনিয়ম, দুর্নীতিতে ভরা বঙ্গবন্ধুর স্বপ্নে দেখা লাল সবুজের বাংলাদেশ গড়তে নয়।কিন্তু‘ সঠিক মানুষের হাতে শাসনভার না থাকার কারণে এখনোও আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাকে বির্নিমাণ করতে পারিনি। নানা বৈষম্যের কারণে এখনো আমরা বঙ্গবন্ধুর আদর্শকে বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে পারিনি। তাই আগামী জাতীয় নির্বাচনে যদি আমাকে একবারের জন্য উন্নয়নের প্রতিক নৌকার দায়িত্ব দেওয়া হয় তাহলে আমি আরেকবার জীবন বাজি রেখে এই অঞ্চলকে নতুন করে বঙ্গবন্ধুর স্বপ্নের ভেদাভেদহীন সাম্যের প্রাচীরে মোড়ানো মুক্তিযুদ্ধের পক্ষের এক আদর্শ অঞ্চল হিসেবে গড়ে তুলতে চেস্টা করবো যেখানে থাকবে না কোন দখলবাজী, রাহাজানি, হানাহানি আর উন্নয়নের নামে লুটপাট।

 

 

 

 

 

বৃহস্পতিবার নিজ গ্রামে ৭৩ তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলার গোনা ইউনিয়নের পঞ্চগ্রাম (বড়বড়িয়া, বিজয়কান্দি, খাজুরিয়া পাড়া, গোবিন্দপুর ও চকবলারাম গ্রাম) এলাকাবাসীর আয়োজনে প্রদান করা গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই কথাগুলো বলেন। এদিন বিকেলে বিজয়কান্দী প্রাথমিক বিদ্যালয় মাঠে পঞ্চগ্রাম কর্তৃক আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মো. নওশের আলীকে রাজনৈতিক, সামাজিক ও সুধি সমাজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, জাতীয় পতাকা ও স্বর্ণের নৌকা উপহার দিয়ে বরণ করে নেয়া হয়।

 

 

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: মে ১৯, ২০২৩ | সময়: ১১:১৫ অপরাহ্ণ | Daily Sunshine