ছক্কা মেরে বল হারালেন শরিফুল

স্পোর্টস ডেস্ক: পাড়ার খেলায় এমন দেখা যায়, বড় ছক্কা হাঁকালেন, বল চলে গেলো ঝোপ-ঝাড়ের মধ্যে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। যেমনটা দেখা গেলো চেমসফোর্ডে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডেতে। কাউন্টি গ্রাউন্ডে স্টেডিয়ামের বাইরের অংশে অনেক গাছপালা। বাংলাদেশ ইনিংসের ৪৭তম ওভারে মার্ক এডায়ারকে ছক্কা হাঁকান শরিফুল। বেশ বড় ছয়ই ছিল।
দেখা যায়, বল এক ড্রপ খেয়ে চলে যায় একদম স্টেডিয়ামের বাইরে। সেখানে আবার বেশ গাছপালা। ফলে বল খুঁজে পাওয়া যায়নি তৎক্ষণাৎ। বাধ্য হয়েই আম্পায়াররা বল বদল করেন। ১২ বলে ১৬ রান নিয়ে অপরাজিত আছেন শরিফুল। তার সঙ্গে হাসান মাহমুদ ব্যাট করছেন ৩ বলে ৩ নিয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২৪৩ রান।


প্রকাশিত: মে ১০, ২০২৩ | সময়: ৫:০৮ পূর্বাহ্ণ | সুমন শেখ