রাবি অধ্যাপকের বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ পুরস্কার লাভ

স্টাফ রিপোর্টার : বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা ও গবেষণায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আমিনুজ্জামান মো. সালেহ রেজাকে ২০২২ সালের বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এই অর্জনের জন্য রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার অধ্যাপক রেজাকে অভিনন্দন জানিয়েছেন। এই পুরস্কার প্রাপ্তি তাঁকে ভবিষ্যতে গবেষণার জন্য অনুপ্রাণিত করার পাশাপাশি অন্যদেরও উৎসাহিত করবে বলে উপাচার্য উল্লেখ করেন।
এই পুরস্কারে অধ্যাপক রেজা ২ ভরি ওজনের স্বর্ণের সমপরিমান নগদ অর্থ, পঞ্চাশ হাজার টাকার চেক ও সনদপত্র পাবেন। আগামী জুন মাসে ঢাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে বলে জানা গেছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মুনিরা সুলতানা স্বাক্ষরিত ৩ মে ২০২৩ তারিখের এক প্রজ্ঞাপনে অধ্যাপক রেজার এই পুরস্কার প্রাপ্তির সংবাদ জানা যায়।


প্রকাশিত: মে ৯, ২০২৩ | সময়: ৪:৫০ পূর্বাহ্ণ | সুমন শেখ