ঈশ্বরদীতে জমির বিরোধে চাচাকে পিটিয়ে হত্যা

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে জমিজমা বিরোধের জের ধরে ভাতিজার লাঠির আঘাতে গুরুতর আহত চাচা চিকিৎসাধীন অবস্থায় ছয় দিন পর মারা গেছেন। রবিবার (২৩ এপ্রিল) ময়না তদন্ত শেষে বিকালে নিহত আফজাল হোসেন (৩৭) কে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত আফজাল হোসেন ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের বাগবাড়িয়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানায়, পারিবারিক জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১৬ এপ্রিল ভাতিজা মেহেদি হাসান ও রাকিব হোসেনের সঙ্গে চাচা আফজাল হোসেনের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে মেহেদি হাসান লাঠি দিয়ে আফজাল হোসেনকে আঘাত করলে সে মাটিয়ে লুটিয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
ছয়দিন সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২২ এপ্রিল রাতে আফজাল হোসেন মারা যায়। পরে ময়না তদন্ত শেষে রবিবার বিকাল সাড়ে ৫টায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জামাল জানান, এ ঘটনায় নিহত আফজাল হোসেনের স্ত্রী রহিমা খাতুন বাদী হয়ে পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার জানান, আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু চলমান আছে।


প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৩ | সময়: ৫:২৮ পূর্বাহ্ণ | সুমন শেখ