বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলমের মৃত্যুতে রাসিক মেয়রের শোক

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর আমবাগান নিবাসী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ শফিকুল আলম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মাননীয় মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন। আজ বুধবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র মহোদয়।
শোক বিবৃতিতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ শফিকুল আলম আজ বুধবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
জেলা পরিষদ চেয়ারম্যানের শোক : নগরীর আমবাগান নিবাসী রাজশাহী এডভোকেট বারের সম্মানিত আইনজীবী বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম বুধবার সকাল ৬:২০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
তিনি রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা ছিলেন। চাকুরী থেকে অবসর গ্রহণের পরে ১৯৯৫ সালে রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন এ যোগদান করেছিলেন। বুধবার বাদ জোহর রাজশাহী আমবাগান সংলগ্ন মৎস ভবনের মাঠে রাষ্ট্রিয় মর্যদায় জানাজার নামাজ শেষে কাদিরগঞ্জ কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। মরহুম বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম‘র জানাজায় অংশ গ্রহণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল এবং বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভ-সভাপতি রেজাউল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আজাদ, বাণিজ্য সম্পাদক ওমর শরীফ রাজিব, সহ গণ্যমাণ্য বাক্তিবর্গ।


প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৩ | সময়: ৫:৩৩ পূর্বাহ্ণ | সুমন শেখ