শনিবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ৮ই আশ্বিন, ১৪৩০ বং।
নিয়ামতপুর প্রতিনিধি :
নওগাঁর নিয়ামতপুর উপজেলার নিমদীঘি উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২১ মার্চ) দিনব্যাপী বিদ্যালয়ের নিজস্ব মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নিমদীঘি উচ্চ বিদ্যালয়ের(ভারপ্রাপ্ত)প্রধান শিক্ষক সুরেশ চন্দ্র বর্মন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নিয়ামতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান মোত্তালেব হোসেন বাবর। শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি মোত্তালেব হোসেন বাবর পুরস্কার তুলে দেন।
সানশাইন / শামি