সকল প্রকারের মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি দিলেন মোহাম্মদ রনি 

মোঃ তারেক রহমান: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে রাজশাহী সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডের স্থানীয় ব্যাক্তিদের সাথে কাউন্সিলর পদ-প্রত্যাশী মোহাম্মদ রনির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

আজ বুধবার (২২ মার্চ) দিনব্যাপী নগরীর চন্দ্রিমা থানাধীন আসাম কলোনীর রবের মোড়ে এই পরিচিতি সভাটি অনুষ্ঠিত হয়।

 

 

পরিচিতি সভায় ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী রনি ওয়ার্ডের উন্নয়নে প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেন। প্রতিশ্রুতিগুলো হলো- বয়স্ক সকল ব্যক্তিকে বয়স্ক ভাতার আয়ত্তে আনার ব্যবস্থা গ্রহণ, সার্বক্ষণিক দ্রুত চিকিৎসা সেবা প্রদানের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা প্রদান, দরিদ্র বয়স্ক ওয়ার্ডবাসীর জন্য ফ্রি চিকিৎসার ব্যবস্থা, সকল প্রকারের মাদকমুক্ত সমাজ, সকল গর্ভবতী মায়েদেরকে ফ্রিতে শিশু ভাতার আয়ত্তে আনা, অর্থের জন্য কোন মায়ের সন্তানকে অশিক্ষিত হতে না দেওয়া, সকল পরিবারকে টিসিপি কার্ডের আয়ত্তে আনা, ১৮ নং ওয়ার্ডের উত্তরে আরবান ক্লিনিক স্থাপনের ব্যবস্থা গ্রহণসহ আরো বেশ কিছু প্রতিশ্রুতি দেন এই কাউন্সিলর পদপ্রার্থী।

 

 

 

পরিচিতি সভায় উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ হোসেন আলী, ওয়াজেদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।


প্রকাশিত: মার্চ ২২, ২০২৩ | সময়: ১০:৪৯ অপরাহ্ণ | Daily Sunshine