সর্বশেষ সংবাদ :

পবার এম.আর.কে ও খড়খড়ি উচ্চ বিদ্যালয়ে নবীন-বরণ ও বিদায় অনুষ্ঠিত

পবা প্রতিনিধি
রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নে এম.আর.কে উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস স্মরণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ ই মার্চ) সকালে এম.আর.কে উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমেটির সভাপতি অধ্যপক মো: নূর হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল , হরিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু,হরিয়ান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন,সাধারণ সম্পাদক জেবর আলী, সাংগঠনিক সম্পাদক মাসুম মোল্লা, পবা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম রাজু। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান।

 

 

 

এর আগে পারিলা ইউনিয়নে খড়খড়ি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়,নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আয়েন উদ্দিন। অনুষ্ঠানে ৯নং পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী (মোরশেদ) এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন, পারিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব আলী, সাধারণ সম্পাদক নবীবুর রহমান সহ আরো উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ভালো ফলাফল করার জন্য অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী শিরিনা খাতুন কে একটি নতুন ল্যাপটপ বিদ্যালয়ের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়।

সানশাইন / সোহরাব


প্রকাশিত: মার্চ ২১, ২০২৩ | সময়: ৫:৪১ অপরাহ্ণ | Daily Sunshine