রাজশাহীতে ইটবোঝাই ট্রলির ধাক্কায় মুরগি ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ইটবোঝায় ট্রলির ধাক্কায় কামাল হোসেন (৫২) নামের এক মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী মহানগরীর ভদ্রা বাবুল পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল রাজশাহীর দুর্গাপুর উপজেলার পাচুবাড়ী গ্রামের কাজেম আলীর ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, কামাল হোসেন একজন ক্ষুদ্র মুরগি ব্যবসায়ী। তিনি গ্রাম থেকে বাইসাইকেলে করে খাঁচায় মুরগি নিয়ে এসে শহরে বিক্রি করতেন।
বুধবার সকালে দুর্গাপুর থেকে তিনি বাইসাইকেলে করে মুরগি নিয়ে ভদ্রা বাবুল পেট্রোল পাম্পের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রলি তাকে পেছন থেকে ধাক্কা দেয় এবং অনেক দূর ছেঁচড়ে নিয়ে যায়। এতে ওই ট্রলির নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। ঘটনার পর চালক ঘটনাস্থলেই ট্রলি ফেলে পালিয়েছেন। ট্রলিটি জব্দ করা হয়েছে।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৩ | সময়: ৬:৪০ পূর্বাহ্ণ | সুমন শেখ