শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে সরকার: এমপি আয়েন

স্টাফ রিপোর্টার: রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন বলেছেন, “বর্তমানে সারাদেশে শিক্ষার হার যেভাবে অভুতপূর্ব সাফল্য এসেছে তা বিগত কোন সরকারের আমলে আসেনি। আজ থেকে প্রায় ১০ বছর আগে দেশে শিক্ষার হার ছিলো ২৫ থেকে ২৬ শতাংশ। কিন্তু বর্তমান সময়ে দেশে শিক্ষার হার ৭২ শতাংশের মত। এ থেকেই বোঝা যায় দেশে শিক্ষা ব্যবস্থা কত ভালো হয়েছে। শিক্ষা ব্যবস্থা ভালো হওয়ার পিছনে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করছে বর্তমান সরকার। দেশ স্বাধীনের পরবর্তীতে শিক্ষা ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বর্তমান সরকার”। বুধবার রাজশাহীর পবা উপজেলার নওহাটা মহিলা ডিগ্রি কলেজ এর নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
তিনি বলেন, ‘বছরের প্রথম দিনেই আমাদের শিক্ষার্থীরা বিনামূল্য বই পাচ্ছে। কিন্তু আমরা যখন পড়াশোনা করতাম তখন প্রায় শিক্ষার্থী অভিভাবকদের নতুন বই কিনার সার্মথ্য ছিলো না। অনেক কষ্ট করে আমাদের লেখাপড়া করতে হয়েছে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি উন্্নয়নের ছোঁয়া দিয়েছে। পবা উপজেলার প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ করে দিয়েছে যাতে শিক্ষার্থীরা ভালোভাবে পাঠদান নিতে পারে।
তিনি আরো বলেন বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন আগামীতে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। তাই আমি এখানে উপস্থিত সকল ছাত্রীদের উদ্দেশ্য বলবো তোমরা ভালোভাবে লেখাপড়া করবে, আগামীতে তোমরাই হবে স্মার্ট বাংলাদেশের মূল কারিগর। তোমাদের হাত ধরেই বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে রুপান্তরিত হবে’।
কলেজের অধ্যক্ষ কাউসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র কলেজের গর্ভনিং বডির সভাপতি ড. এলিনা আখতার পলি, পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ, কলেজের উপাধাক্ষ্য সাইফুল ইসলাম, পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, নওহাটা সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) তৈয়ব আলী, সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক, পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন, পবা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, নওহাটা পৌরসভা ১ নং ওয়ার্ড কাউন্সিলর দিদার হোসেন ভুলূ, কাউন্সিলর হাবিবুর রহমান, নওহাটা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান, নওহাটা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুদ্দীন প্রামাণিক, নওহাটা পৌর যুবলীগের যুগ্ন আহব্বায়ক মাজদার আলী সহ আরো উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৩ | সময়: ৬:৩১ পূর্বাহ্ণ | সুমন শেখ