নাটোর চিনিকল গেটে বিক্ষোভ ৩৮ কোটি টাকা পাওনা দাবী

স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোর চিনিকল গেটে শ্রমিক কর্মচারীদের গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের পাওনা ৩৮ কোটি টাকা পরিশোধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চিনিকলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাটোর চিনিকলের গেটে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ পরিষদের ব্যানারে আয়োজিত এই মানববন্ধণ, বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলাউদ্দিন প্রামানিক।
সংগঠনের সাধারণ সম্পাদক আবু রায়হান ভুলুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নাটোর চিনিকল সিবিএ সভাপতি ফিরোজ আহমেদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
বক্তারা বলেন, চিনিকলের অবসরপ্রাপ্ত ৪৩০ জন শ্রমিক কর্মচারী ও কর্মকর্তার পাওনা ৩৮ কোটি টাকা বকেয়া দীর্ঘদিন থেকে পাওনা রয়েছে। চাকুরী জীবন শেষ হলেও শ্রমিক কর্মচারীদের গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের টাকা পরিশোধ করা হয়নি। পরে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তারা দাবী আদায়ে মিল এলাকায় বিক্ষোভ মিছিল করে।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৩ | সময়: ৫:৪৫ পূর্বাহ্ণ | সুমন শেখ