রাজশাহী জেলায় ‘বীর নিবাস’ পেলেন ৯০ বীর মুক্তিযোদ্ধা

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলায় বিভিন্ন উপজেলায় ৯০ বীর মুক্তিযোদ্ধা পেলেন ‘বীর নিবাস’। এরমধ্যে গোদাগাড়ী উপজেলায় ১১, তানোর উপজেলায় ৬, পবা উপজেলায় ১০, মোহনপুর উপজেলায় ৬, বাগমারা ১২, পুঠিয়া উপজেলায় ১২, দূর্গাপুর উপজেলায় ৯, চারঘাট উপজেলায় ১২, বাঘা উপজেলায় ১২ ‘বীর নিবাস’ পেয়েছেন। একতলা বিশিষ্ট প্রতিটি ‘বীর নিবাস’ এর ব্যয় ধরা হয়েছে প্রায় ১৪ লাখ ১০ হাজার টাকা। এসব বাড়িতে থাকছে তিনটি রুম, দুইটি বাথরুম, একটি কিচেন, একটি ডাইনিং এবং বিদ্যুৎসহ পানি সরবরাহের ব্যবস্থা।
জাতির শ্রেষ্ঠ সন্তান অসহায় বীর মুক্তিযোদ্ধাদের বাড়ী উপহার দিয়েছেন জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। বুধবার সকালে গণভবন থেকে সরাসরি ভিডিও কানফারেন্স এর মাধ্যমে এ বাড়ি উপহার দেয়া হয়। এ বাড়ীর নাম করণ করা হয়েছে “বীর নিবাস”।
এ সময় প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, বীর নিবাস প্রকল্পের আওতায় সারাদেশে প্রথম দফায় ৩০ হাজার পরিবার পাকা ঘর পাবে। এর মধ্যে বুধবার উদ্বোধনের দিনে পাচ্ছে ৫ হাজার পরিবার। পরবর্তীতে পর্যায় ক্রমে সকল অসহায় মুক্তিযোদ্ধাদের ঘর বানিয়ে দেয়া হবে।
প্রধানমন্ত্রী আরো বলেন, এই দেশকে স্বাধীন এবং হানাদার মুক্ত করতে জাতির পিতার ডাকে সাড়া দিয়ে যাঁরা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল তাঁরা কখনো মানবেতর জীবন যাপন করতে পারে না। আমরা ক্ষমতায় এসে মাত্র ৩ শত টাকা সম্মানী ভাতাকে ২০ হাজার টকায় নিয়ে গেছি। এখন সামনে এইটিই লক্ষ্য, সেটি হলো-৭১ এর রনাঙ্গনে ঝাপিয়ে পড়া বীর সেনাদের মধ্যে যারা অসচ্ছল জীবন যাপন করছে তাদের “বীর নিবাস’’ উপহার দেওয়া।
এদিকে জেলার সবক’টি উপজেলা প্রশাসন এই কনফারেন্সে সাথে সংযুক্ত ছিলো। জেলার পবা উপজেলায় প্রথম ধাপে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত ঘর ‘বীর নিবাস’ পেয়েছেন ১০ জন বীর মুক্তিযোদ্ধা।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও পবা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজনে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ‘বীর নিবাস’ এর চাবি হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, উপজেলা যুব উন্নয়ন অফিসার এমএমএন জহুরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কামরুজ্জামান।

উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল, রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, সাঈদ আলী মুর্শেদ, শাহাদাত হোসেন সাব্বির, শাহাদাৎ হোসাইন সাগর, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বাঘা: এর আগে বাঘা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার শারমিন আখতাদের সভাপতিত্বে আয়োজিত সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এড: লায়েব উদ্দিন লাভলু বাঘায় ঘর পাওয়া ১২ জন মুক্তিযোদ্ধার মুখে তাদের অনুভতি শুনে আবেগ-আপ্লত হন। ঘর পাওয়া মুক্তিযোদ্ধাদের মধ্যে কথা বলেন, আব্দুল জব্বার, ইমাজ উদ্দিন, আনছার আলী মৃত শওকত আলীর ছেলে আলমঙ্গীর হোসেন প্রমুখ। এদের মধ্যে অনেকেই পাকা ঘর পেয়ে খুশিতে কেঁদে ফেলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর প্রয়াত পিতা-মাতার জন্য দোয়া কামনা করেন।
বাঘা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পি.আই.ও) মাহামুদুল হাসান জানান, বাঘায় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘বীর নিবাস’ প্রকল্পের ১২ টি বাড়ীর কাজ চলমান রয়েছে। ঘুব শির্ঘই আরো ১২ টি বাড়ী নির্মান করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
দুর্গাপুর: বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে চাবি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি থেকে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে প্রধানমন্ত্রী উপহার বীর নিবাস এর চাবি হস্তান্তর করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য স্বাস্থ্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান। উপজেলা শিক্ষা অফিসার মোখলেসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, আব্দুল মোতালেব মোল্লা, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার ।
চারঘাট: উপজেলা প্রশাসন জেলা রাজশাহী আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও প্রকল্প সদস্য সচিব এস,এম শামীম আহম্মেদ, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান , নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,চারঘাট ইউপি চেয়ারম্যান মতিউর রহমানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও বীরমুক্তিযোদ্ধাবৃন্দ।
বাগমারা: রাজশাহীর বাগমারায় প্রথম ধাপে ৬ জন বীর মুক্তিযোদ্ধা পেলো বাসগৃহ ‘বীর নিবাস’। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম, আবু সুফিয়ানের সভাপতিত্বে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বীর নিবাসের প্রতিকী চাবি হস্তান্তর উপলক্ষে প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাডেমিক সুপারভাইজার ড. মোহাঃ আব্দুল মুমীত এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জব্বার, বীরেন্দ্রনাথ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, সহকারী প্রোগ্রামার তাজরুল ইসলাম মিলন সহ সুবিধাভোগী বীর মুক্তিযোদ্ধা ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এদিন গোদাগাড়ী উপজেলায় ১১ জন, তানোর উপজেলায় ৬ জন, মোহনপুর উপজেলায় ৬ জন, পুঠিয়া উপজেলায় ১২ জন ‘বীর নিবাস’ পেয়েছেন।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৩ | সময়: ৬:১০ পূর্বাহ্ণ | সুমন শেখ