রাণীনগরে মাঘী পূর্ণিমার উৎসব

রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মাঘী পূর্ণিমায় সনাতন ধর্মালম্ভীদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে লীলাকীর্ত্তন, গঙ্গাস্নান, কালীমার পূজা ও সন্ন্যাস ঠাকুর পূজা।
গত শনিবার রবিবার দুই দিন ব্যাপী উপজেলার একডালা ইউনিয়নের ঘাটাগন গ্রামের কালীমন্দির ও যুগ্নীতলা মহাশ্মশান মন্দিরে ওই গ্রামের নারায়ন দাসের পরিচালনায় এবং রামনাথ চন্দ্র দাস এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত পূজায় ওই এলাকার হাজারো হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে এলাকার প্রায় অর্ধশত গরিব-দুঃখীদের মাঝে বস্ত্র বিতরণ এবং সমাবিত নারী-শিশু, পুরুষদের জন্য ছিল শ্রীমন-মহাপ্রভুর ভোগ মহোৎসবের ব্যবস্থা।
রাণীনগর উপজেলার ঘাটাগন গ্রামের মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ রায়, বীরেন সরকার, কমল, রাজনাথ, উত্তম, জগনাথসহ অনেকেই জানান, প্রতি বছর পৌষ মাসের নির্দিষ্ট তারিখে মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ রায় ও রামনাথ চন্দ্র দাস এর সার্বিক সহযোগিতায় আনুষ্ঠানিক ভাবে কালীমন্দির, যুগ্নীতলা মহাশ্মশান মন্দিরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন পূজা অনুষ্ঠিত হয়।


প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩ | সময়: ৬:৪৭ পূর্বাহ্ণ | সুমন শেখ