তানোরে সন্ত্রাসী হামলা, বাড়িঘর ভাংচুর

স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোরে পূর্ব শক্রতার জেরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় বাড়িঘর ও দরজা-জানালার থাই গ্লাস ভাংচুর করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী বাড়ির মালিক বিমল চন্দ্র প্রামানিক বাদি হয়ে বৃহস্পতিবার সকালে তানোর থানায় লিখিত অভিয়োগ করেন।
অভিযুক্তরা হলেন, তানোর হিন্দুপাড়ার সুমন দাস (৩২), কিরণ চন্দ্র দাস (২৮) ও নিতাই চন্দ্র দাস (৬০)। ঘটনাটি ঘটেছে তানোর হিন্দুপাড়া গ্রামে।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে তানোর হিন্দুপাড়া গ্রামের সুমন দাসসহ তার সঙ্গিরা দল বদ্ধ হয়ে তাদের নিজ বসত বাড়ির ছাদ হতে ইট পাটকেল, লোহার রড, হকিস্টিক ও দেশীয় অস্ত্রসহ বিমল চন্দ্র প্রামানিকের বসত বাড়ির দোতলার দক্ষিণ পাশের দু’টি জানালার থাই গ্লাস ভাঙচুর করে এবং বাসা বাড়ির বিভিন্ন ক্ষতি সাধন করে।
ঘটনার সময় বিমল চন্দ্র নিরুপাই হয়ে ৯৯৯ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যায়। রাতে স্থানীয় লোকজন বাড়ি থেকে বের হলে ওইসব সন্ত্রাসীরা পালিয়ে যায়।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, কামরুজ্জামান মিয়া বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩ | সময়: ৬:৩৭ পূর্বাহ্ণ | সুমন শেখ