সর্বশেষ সংবাদ :

তানোরে ভুয়া পুলিশ আটক, থানায় মামলা

স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহী তানোরে ভুয়া পুলিশ পরিচয়ে দিয়ে আদিবাসি পল্লীর এক বাড়ি থেকে ৮০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার হাতে একজন আটক হয়। এ ঘটনাটি ঘটেছে তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের লবনবি আদিবাসি পাড়ায়। পরে থানা পুরিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে একটি পালসার মোটরসাইকেলসহ আকতারুজ্জামান আক্তারকে (২৮) আটক করেন। আক্তার তানোর পৌর এলাকার সিন্দুকাই গ্রামের আমির উদ্দীনের পুত্র।
এঘটনায় আদিবাসি পাড়ায় সামিয়েল টুডু মালিক বাদী হয়ে বৃহস্পতিবার তানোর থানায় তিন জনকে আসামী করে একটি মামলা করেছেন।
মামলার এজাহার ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আকতারাজ্জামান আক্তার (২৮) সহ তার দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে উপজেলার লবনবি আদিবাসী পাডা লগেন টুডুর পুত্র সামিয়েল টুডুর বাড়িতে গিয়ে পুলিশ পরিচয় দিয়ে তাদের সমিতি থেকে উত্তোলন করা ৮০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাবার সময় তাঁতিহাটি নামক স্থানে স্থানীয় লোকজন আখতারুজ্জামানকে আটক করতে সক্ষম হয়। এসময় অন্য দুজন পালিয়ে রক্ষা পায়।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, খোয়া যাওয়া ৮০ হাজার টাকা ও বাকি দুইজন আসামিকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।
অন্যদিকে ভোলাহাট প্রতিনিধিজানান উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের মান্নুমোড় কালিনগর গ্রামে চাঁদাবাজি করার সময় একজন র‌্যাব পরিচয় দেওয়া এক যুবককে গ্রামবাসি আটক করে। এসময় অন্য দু’জন পালিয়ে যায়। আটককৃত যুবককে ভোলহাট থানা পুলেশে সোর্পদ করেছে গ্রাসবাসি।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে তিন ব্যক্তি শিবগঞ্জ উপজেলার ওমরপুর চামা গ্রামের রফিকুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (২২), একই উপজেলার শ্যামপুর বাজিতপুর বাহাদুর মড়লেরটোলা গ্রামের আতাউরের ছেলে ইজাজ আলী পিংকু (৩০) ও এইকই গ্রামের রবিউল ইসলামের ছেলে সিজার আলী সিজু (১৮) নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে এক মাদক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবী করে।
এ সময় গ্রামবাসির সন্দেহ হলে তরিকুল ইসলামকে আটক করেন। এসময় অন্য দু’জন সুযোগ বুঝে পালিয়ে যায়। পরে গ্রামবাসি আটক তরিকুলকে ভোলাহাট থানায় সোপর্দ করেন। এঘটনায় ভোলাহাট থানায় মামলা হয়েছে।
ভোলাহাট থানার ওসি (ভারপ্রাপ্ত) সেলিম রেজা চৌধুরি জানান, এ ঘটনায় দু’জনকে পলাতক দেখিয়ে থানায় মামলা করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩ | সময়: ৬:৩৭ পূর্বাহ্ণ | সুমন শেখ