প্রধানমন্ত্রীর আগমন বিএমডিএ’র মতবিনিময় 

প্রেস বিজ্ঞপ্তিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে আগমন উপলক্ষ্যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিএমডিএ‘র সম্মেলন কক্ষ-১ এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. আব্দুর রশীদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদ, সদস্য ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান বেগম আখতার জাহান।

 

 

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও সুদক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশে এক অনন্য শিখরে পৌঁছে গেছে। কৃষককে ন্যায্য দামে সার দেওয়া, ভুর্তুকী সহকারে কীটনাশক, বীজ, পানি ইত্যাদি সরবরাহ করার কারণে সম্ভব হয়েছে। মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশে সারাবিশ্বে চতুর্থ। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়েছে। পৃথিবীর চারপাশে ঘুরছে বঙ্গবন্ধু স্যাটেলাইট, যা আমাদের অনন্য শিখরে পৌঁছে দিয়েছে। পদ্মা সেতুর এপার থেকে ওপার গাড়িতে করে মাত্র ৬ মিনিটেই পার হওয়া যাবে। নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মিত হয়েছে। ঢাকায় মেট্রোরেল চালু হয়েছে। একসাথে দুই হাজার কিলোমিটারের ১০০ মহাসড়ক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। আর কিছুদিন পরে কর্ণফুলী নদীর তলদেশে টানেল উদ্বোধন করবেন। সম্প্রতি আরো ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সারাদেশে মোট ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর দূরদর্শী ও সুদক্ষ নেতৃত্বে এভাবে দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন দৃশ্যমান হয়েছে। তাই আগামী ২৯ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা রাজশাহীতে আসছেন সেদিন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সকল কর্মকর্তা-কর্মচারী সেখানে আনন্দের সাথে জনসভায সফল করতে যোগ দেবো আমরা।

 

 

 

 

এসময় উপস্থিত ছিলেন, অতি: প্রধান প্রকৌশলী মোঃ শামসুল হোদা, অতি: প্রধান প্রকৌশলী ড. মো আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো শরীফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, বিএমডিএ সচিব মো. শরিফ আহম্মেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.টি.এম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহিদুর রহমান, প্রকল্প পরিচালক প্রকৌশলী নুর ইসলাম, নির্বাহী প্রকৌশলী শিবির আহমেদ, নির্বাহী প্রকৌশলী মোঃ মুক্তাদিউর রহমান, নির্বাহী প্রকৌশলী (চলতি) তোফাজ্জল আলী সরকার, সহকারী প্রকৌশলী সানজিদা খানম মলি, সহকারী প্রকৌশলী আনোয়ারা খাতুন। বিএমডিএ কর্মচারী ইউনিয়ন রাজ-১৫০০ এর সভাপতি আব্দুস সাত্তার, ক্রীয়া ও সাংস্কৃতিক সম্পাদক ইমরুল কায়েস বিএমডিএ কর্মচারী লীগ, রাজ-৩০৪২ সিবিএ সভাপতি মোঃ মেসবাউল হক ও সাধারন সম্পাদক মোঃ আইয়ুব আলী এবং অর্থ সম্পাদক মোঃ মামুন হোসেন সহ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, উপ-ব্যবস্থাপক (কৃষি), মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ সহ সকলে উপস্থিত ছিলেন।

 

 

 

 

সানশাইন/টিএ


প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩ | সময়: ৮:২৫ অপরাহ্ণ | Daily Sunshine