সর্বশেষ সংবাদ :

বকেয়া পরিশোধের দাবিতে রাজশাহী রেশম শ্রমিকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার : বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী রেশম কারখানার শ্রমিকরা। রবিবার বেলা ১১ টা থেকে ঘন্টব্যপি রেশম কারখানার প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন রেশন কারখানার শ্রমিকরা।
মানববন্ধন কর্মসূচি থেকে শ্রমিকরা জানান, রাজশাহী রেশম কারখানায় শতাধিক শ্রমিক দৈনিক মজুরী ভিত্তিতে কাজ করেন। তারা প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকা বেতন পান। কিন্তু গত সাত মাস ধরে তাদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। এ অবস্থায় তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
বিষয়টি তারা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানালেও এতদিনও বেতন ছাড় করা হয়নি। এর প্রতিবাদে তারা কাজ বন্ধ করে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। শ্রমিকরা বলেন, রাজশাহীর ঐতিহ্য হলো রেশম। এ রেশনের উন্নয়নে তারা নিরলসভাবে কাজ করেন। তবে রহস্যজনক কারনে তাদের টানা সাত মাসের বেতন বন্ধ রাখা হয়েছে। বেতন না পেয়ে তারা ধার-দেনা করে সংসার চালাচ্ছেন। তবে এখন আর ধারও করতে পারছেন না। তারা বলেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে। অবিলম্বে তাদের বেতন পরিশোধ না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচি পালন করা হবে।


প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৩ | সময়: ৫:৪৩ পূর্বাহ্ণ | সুমন শেখ