মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধিঃ
“ক্ষুদে বিঞ্জানীদের আবিস্কার, স্মার্ট বাংলাদেশের অঙ্গীকার” এ প্রতিপাদ্য নিয়ে ইন্সটিটিউট অব মাইনিং, মিনারেলজি এন্ড মেটালার্জি-আইএমএমএম এবং বাংলাদেশ বিঞ্জান ও শিল্প গবেষনা পরিষদের উদ্যোগে ৩ দিনব্যাপি বিঞ্জান ও শিল্প প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার আইএমএমএম মাঠে ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামসুল আলম দুদু। এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান খাজা সামসুল আলম, প্রধান বৈঞ্জানিক কর্মকর্তা ড. প্রদীপ কুমার বিশ্বাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ছাত্রছাত্রীবৃন্দ।
মেলায় ২৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৭৭ জন শিক্ষার্থী ৯১টি প্রকল্প প্রর্দশন করেন।
সানশাইন/টিএ