সর্বশেষ সংবাদ :

প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে বিভিন্ন ওয়ার্ডে আ’লীগের প্রস্তুতি

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র জনসভা সফল করার লক্ষ্যে বৃহষ্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শিরোইল রেলওয়ে স্টেশন প্রাঙ্গনে, ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মুসলিম হাই স্কুলে, ০২ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে, ৩০ (উত্তর) নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কমেলা হক ডিগ্রী কলেজে, ৩০ (দক্ষিন) নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বুধপাড়াস্থ জিয়া স্কুলে, ১৮ (দক্ষিন) নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে গোল্ডেন টাচ স্কুলে ও ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আটকোষি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভা সমূহে সভাপতিত্ব করেন যথাক্রমে ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি তোজাম্মেল হক বাবলু, ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আফতাব উদ্দিন আহমেদ জাহাঙ্গীর, ০২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেলিম রেজা, ৩০ (উত্তর) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রাব্বেল হোসেন, ৩০ (দক্ষিন) নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আজিজ, ১৮ (দক্ষিন) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নুরুজ্জামান নুরু, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সৈয়দ মন্তাজ আহমেদ।
সভা সমূহে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, সহ-সভাপতি মাহ্ফুজুল আলম লোটন, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, নাঈমুল হুদা রানা, ডাঃ তবিবুর রহমান শেখ, বদরুজ্জামান খায়ের, যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, মীর ইসতিয়াক আহমেদ লিমন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মকিদুজ্জামান জুরাত, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ ফ ম আ জাহিদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম তোতা, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ সরকার, সদস্য জহির উদ্দিন তেতু, হাবিবুর রহমান বাবু, শামসুন্নাহার মুক্তি, নজরুল ইসলাম তোতা, শাহাব উদ্দিন, আশরাফ উদ্দিন খান, এ্যাড. শামীমা আখতারী, জয়নাল আবেদীন চাঁদ, রাজপাড়া থানা আওয়ামী লীগ সভাপতি হাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সদস্য ইপফাৎ আরা কামাল, নগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, নগর যুবলীগ সভাপতি রমজান আলী, নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, নগর যুব মহিলা লীগ সভাপতি এ্যাড. ইসমত আরা, নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ, ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলিমুল রাজী মিঠু, ০২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ফটিক, ৩০ (উত্তর) নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, ৩০ (দক্ষিন) নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খলিলুর রহমান। এ সময় সকল ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।’

জেলা আ’লীগের বর্ধিত সভা : প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা আগামী ২৯ জানুয়ারি রাজশাহী’র ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভা সফল করার লক্ষে রাজশাহী জেলা আওয়ামী লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান সাবেক এমপি বেগম আখতার জাহান। সার্বিক সঞ্চালনা করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা। সভাপতিত্ব করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। এ সময় সভায় রাজশাহী জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১০নং ওয়ার্ডে মতবিনিময় সভা: আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি নিতে রাজশাহী মহানগর আওয়ামী লীগ বিভিন্ন কমিটি করেছে। তার মধ্যে একটি বোয়ালিয়া (পশ্চিম) থানা কমিটি। এ কমিটির অধিনে ১০নং ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার মুসলিম হাই স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফতার উদ্দিন আহম্মেদ জাহাঙ্গির। বক্তব্য দেন, রাজশাহী মাহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহসভাপতি ও বোয়ালিয়া (পশ্চিম) থানা কমিটির আহ্বায়ক মাহ্ফুজুল আলম লোটন, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মোসাবিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, বোয়ালিয়া থানার সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন।
মতবিনিময় সভা পরিচালনা করেন, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিংকু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালিয়া (পশ্চিম) থানা কমিটির সদস্য, জাহিদুল ইসলাম জাহিদ, আশরাফ উদ্দীন খান, অ্যাডভোকেট শামীমা আক্তার খাতুন, মো. ইউনুস আলী, অ্যাডভোকেট রাশেদ-উন-নবী আহসান, আব্দুস লালাম, ইফফাত আরা কামাল, শরিফ আলী মুনমুন, জেডু সরকার, কানিজ ফাতেমা মিতু, মোকসেদ-উল-আলম সুমন, সাফ্ফাদ হোসেন রিয়াদ।
সভায় বোয়ালিয়া (পশ্চিম) থানার অধিনে যে কয়েকটি ওয়ার্ড আছে সবগুলোতে পর্যায়ক্রমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। আজ (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৬টায় ১১নং ওয়ার্ডে রেড ক্রিসেন্ট স্কুলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।


প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩ | সময়: ৫:২৩ পূর্বাহ্ণ | সুমন শেখ