সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে সরকারি রামদেও বাজলা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে- নতুন পাঠ্য পুস্তক (বই) তুলে দিয়ে জেলার পাঠ্যপুস্তক উৎসব দিবসের শুভ উদ্বোধন করেন-অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক- সালেহীন তানভীর গাজী। রবিবার সকাল ১১টায় জয়পুরহাট সরকারি রামদেও বাজলা উচ্চ বিদ্যালয় মাঠে- এ পাঠ্যপুস্তক উৎসব এর আয়োজন করা হয়।

 

জয়পুরহাট সরকারি রামদেও বাজলা উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট সিদ্দিকিয়া মডেল কামিল মাদ্রাসা ও জয়পুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- জয়পুরহাট সরকারি রামদেও বাজলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক- এমদাদুল হক।

 

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আনোয়ার পারভেজ ও অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী।
জেলা শিক্ষা অফিসার আব্দুর রহমান সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন। এ উৎসব অনুষ্ঠানে জয়পুরহাট সরকারি রামদেও বাজলা উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মডেল মাদ্রাসা ও জয়পুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য পুস্তক (বই) তুলে দেয়া হয়। উল্লেখ্য, এবার জয়পুরহাটের পাঁচটি উপজেলায় জেলার মোট ৬১২টি প্রাথমিক পর্যায়ের বিদ্যালয়ের মোট ৯৫ হাজার ২৬২ জন শিক্ষার্থীর হাতে এক লাখ ৬৮ হাজার ৯৫৩ টি বই তুলে দেওয়া হচ্ছে এবং ২৭৩ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার মোট ১লাখ ১৫হাজার ৭৩২ জন শিক্ষার্থীর মধ্যে আজ ৭ লাখ ৪০ হাজার ৫৩৫টি বই বিতরণ করা হচ্ছে।

 

 

 

সানশাইন/টিএ


প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩ | সময়: ৮:১১ অপরাহ্ণ | Daily Sunshine