সর্বশেষ সংবাদ :

পবায় মানবাধিকার এবং টেকসই উন্নয়ন অভীষ্ট বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ার সক্রিয় অংশগ্রহণ প্রকল্পে ০২ দিন ব্যাপি “মানবাধিকার এবং টেকসই উন্নয়ন অভীষ্ট বিষয়ক প্রশিক্ষণ” এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে পবা উপজেলার নওহাটা পৌরসভার বায়া এলাকাতে অবস্থিত আশ্রয়ণ সেন্টার এর হলরুমে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী মহানগর আওয়ামীলীগের সহঃসভাপতি ও বিশিষ্ট সমাজ সেবী শাহীন আকতার রেনী।
আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা ভাইস চেয়ারম্যান ও রাজশাহী জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী , খ্রীষ্টিয়ান এইড এর প্রোগাম ম্যানেজার আনজুম চেীধুরী , সুশাসন অধিকার এর উপ-পরিচালক কানিজ ফাতেমা , প্রজেক্ট কো-অর্ডিনেটর অনিরুদ্ধ রায় ।
কর্মশালায় প্রশিক্ষণ গ্রহণ করেন বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে আগত সমাজসেবী এবং সমাজের অবহেলিত মানুষদের সাথে নিয়ে যারা কাজ করে তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।


প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২ | সময়: ৬:০৬ পূর্বাহ্ণ | সুমন শেখ