শুক্রবার, ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে কোমারপুর যুব সমাজ উন্নয়ন ক্লাব এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকাল তিন টার দিকে কোমারপুর যুব সমাজ উন্নয়ন ক্লাব এর আয়োজনে কোমারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগী খুকি আরা বলেন, “অ্যনেক দ্বারে দ্বারে ঘুরিচি কেউ কম্বল দ্যায়নি। এই ঠান্ডাত কম্বলডা প্যায়ে ভালো হলো। অনেক ভালো থ্যাকো তোমরা।”
কোমারপুর যুব সমাজ উন্নয়ন ক্লাবের সভাপতি মো. রানা হামিদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বালুভরা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. বজলুর রশিদ, সাবেক মেম্বার হুমায়ুন রশিদ (বুলবুল), ক্লাবের সহ-সভাপতি অনুকুুল দেবনাথ, সহ-সম্পাদক রুজেল হোসেন’সহ ক্লাবের সকল সদস্য বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে অর্ধশতাধিক বিভিন্ন গ্রামের দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সানশাইন / শামি