সর্বশেষ সংবাদ :

সেরা তরুণ খেলোয়াড় এনসো ফের্নান্দেস

স্পোর্টস ডেস্ক: আসর জুড়ে মাঝমাঠে নিজের কাজটি দারুণভাবে পালন করে গেছেন এনসো ফের্নান্দেস। প্রতিপক্ষের গোল মুখেও ভীতি ছড়িয়েছেন তিনি। সহায়তা করেছেন রক্ষণে। দারুণ পারফরম্যান্সে বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ২১ বছর বয়সী এই মিডফিল্ডার।
কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে আর্জেন্টিনা। লুসাইল স্টেডিয়ামে রোববার নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র ছিল। অতিরিক্ত সময়েও ৩-৩ সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ব্যবধান গড়ে দেন এমিলিয়ানো মার্তিনেস।
আলো ছড়ানো বিশ্বকাপে দুর্দান্তে একটি গোলও করেন এনসো। গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে ‘বাঁচা-মরার’ ম্যাচে জালের দেখা পান তিনি। ম্যাচটি ২-০ গোলে জেতে লাতিন আমেরিকার চ্যাম্পিয়নরা।
৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিশ্বকাপ ঘরে তুলতে সক্ষম হলো লিওনেল মেসির আর্জেন্টিনা। ১৯৮৬ সালের পর প্রথম ট্রফি জিতে আবেগ ধরে রাখতে পারেননি দলটির খেলোয়াড়রা।
চোখে জল নিয়ে ম্যাচ শেষে এনসো বললেন, দেশের হয়ে বিশ্বকাপ জিততে পারা তার জন্য সবচেয়ে বড় পাওয়া।
“এখানে এসে, দেশের হয়ে বিশ্বকাপ জেতার সুযোগ পাওয়া আমার কাছে অমূল্য। আমার পুরো পরিবার আজ এখানে। সারাজীবন হৃদয়ে এই স্মৃতি বয়ে নিয়ে যাব।”


প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২২ | সময়: ৫:৪৬ পূর্বাহ্ণ | সুমন শেখ