গোমস্তাপুরে আলমপুর আশ্রয়ণ প্রকল্পে সবজি বীজ বিতরণ

গোমস্তাপুর প্রতিনিধি : 
কৃষিই সমৃদ্ধি মুজিব বর্ষের অঙ্গিকার কৃষি হবে দুর্বার শ্লোগান কে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী কতৃক আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিত উপকারভোগী পরিবারের মাঝে পারিবারিক পুষ্টি নিশ্চিতের লক্ষ্যে ২০২২- ২০২৩ অর্থ বছরে রবি / ২০২২- ২৩ মৌসুমে শীতকালীন সবজি আবাদ বৃদ্ধির নিমিত্তে বিনামূল্যে বীজ বিতরণ প্রণোদনা কর্মসূচির আওতায় সবজি বীজ বিতরণ করা হয়। সোমবার বিকাল চারটায় বোয়ালিয়া আলমপুর আশ্রয়ণ প্রকল্পে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার তানভির আহমেদ সরকার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন।

 

 

বক্তব্য রাখেন উপজেলা প্রনিসম্পদ অফিসার কাওসার আলি, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামিউল আলম স্যমল, চৌডালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, উপকারভোগী ফিরোজ আলি, মারুফা খাতুন প্রমুখ। মোট ১১৬ জন উপকারভোগির হাতে বীজ বিতরণ করা হয়।

সানশাইন / শামি


প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২২ | সময়: ৫:১৭ অপরাহ্ণ | Daily Sunshine