রাবি কর্মকর্তাদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু 

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নন-একাডেমিক কর্মীদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

 

কর্মশালায় আইকিউএসি’র পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আইকিউএসসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. মশিহুর রহমান স্বাগত বক্তৃতা করেন। কর্মশালা উদ্বোধন করে উপাচার্য তাঁর বক্তৃতায় বলেন, পেশাগত কাজে দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ একান্ত প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের মতো উ”চশিক্ষা প্রতিষ্ঠানে এই প্রশিক্ষণ ও প্রশিক্ষণলব্ধ জ্ঞানের উৎকর্ষতার বিকল্প নেই।

 

এই প্রশিক্ষণ রাবির কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. আব্দুর রশিদ সরকার প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। কর্মশালায় রাবিতে কর্মরত কর্মকর্তাগণ অংশ নিচ্ছেন।

সানশাইন / শামি


প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২২ | সময়: ৮:১৫ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর