বাগমারায় স্কুলের অবৈধ কমিটি বাতিলের দাবি

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারার বাইগাছা উচ্চ বিদ্যালয়ে অবৈধভাবে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মকবুল হোসেনের বিরুদ্ধে।
শুক্রবার বিকেলে রাজশাহী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আলাউদ্দিন শেখ নামে এক শিক্ষার্থীর বাবা এমন অভিযোগ তুলেন। তার পক্ষে রাজশাহী আদালতের আইনজীবী নাসির উদ্দিন কমিটি গঠনে অনিয়মের বিষয়ে তুলে ধরে তা বাতিলের দাবি জানান।
আলাউদ্দিন শেখ বলেন, ৬/৭ মাস আগে বিদ্যালয়ের কমিটি গঠনের জন্য মনোয়ন উত্তোলন করে ১১ জন শিক্ষার্থীর অভিভাবক অফিসে যাই। এ সময় আমাদেরকে চা খেয়ে আসতে বলেন প্রধান শিক্ষক। আমরা অফিসে আসলে আমাদের স্বাক্ষর নেয়া হয় সাদা কাগজে। এরইমধ্যে কমিটি গঠন করে ঘোষণা করা হয়।
এ ঘটনায় আমি থানায় জিডি করি এবং অবৈধভাবে কমিটি গঠনের সত্যতা পায় পুলিশ। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করি।
সংবাদ সম্মেলনে নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় গত ২৭ অক্টোবর আদালতে মামলা হয়। শুনানিতে বিবাদীদের শোকজ করেন আদালত। তবে তথ্য গোপন করে শিক্ষাবোর্ডে কমিটির অনুমোদনে আবেদন করা হয়। পরে সেটি অনুমোদনও দিয়েছে শিক্ষাবোর্ড। যা সম্পূর্ণ বেআইনি।
অ্যাডভোকেট নাসিরের অভিযোগ, বিদ্যালয়টির প্রধান শিক্ষক সেখানে চাকরি দেয়ার কথা বলে অনেকের কাছে ২০ লক্ষাধিক টাকা ঘুষ নিয়েছেন। এসব ঘটনায় সুষ্ঠু তদন্ত ও অবৈধ কমিটি বাতিলের দাবি জানান তিনি। এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে বাইগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন বলেন, এখানে সরকারি কর্মকর্তারাও রয়েছেন। বৈধভাবেই কমিটি গঠন করা হয়েছে। কোনো অনিয়ম আমি করিনি।


প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২২ | সময়: ৬:১০ পূর্বাহ্ণ | সুমন শেখ