ধামইরহাটে ৪ জয়িতা নারীকে সংবর্ধনা 

ধামইরহাট প্রতিনিধিঃ

 

নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেশনে বাংলাদেশ কার্যক্রমের আওতায় ৪ জয়িতা নারীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৮ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টায় বিভিন্ন স্তরের নারী, ওয়ার্ল্ড ভিশন ও ব্র্যাকের পল্লী সামজের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন,যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, ইসমাইল হোসেন মোস্তাক, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক আমজাদ, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি শারমিন সুরভী, ব্র্যাকের কর্মকর্তা পিয়ারা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী দক্ষিন চকযদু গ্রামের মোছা. ছালেহা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী চকহরিহরপুর গ্রামের বিথি নারী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী মোছাঃ জান্নাতুন নাইম ও সমাজ উন্নয়ন অসামান্য অবদান রাখায় বাসুদেবপুর গ্রামের মোছাঃ শিরিনা খাতুনকে জয়িতা সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আজাহার আলী।

 

 

 

সানশাইন/টিএ

 


প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২ | সময়: ৮:০৩ অপরাহ্ণ | Daily Sunshine