সর্বশেষ সংবাদ :

বিএনপির মিথ্যাচারে কান না দেওয়ার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

স্টাফ রিপোর্টার, বাঘা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, দেশে যারা এক সময় চুরি, লুটপাট ও অর্থ আত্মসাৎ করেছে এখন তারাই মিথ্যাচার করছে। বিএনপির মিথ্যাচারে কান না দেওয়ার আহ্বান জানিয়ে শাহরিয়ার আলম বলেন, খালেদা জিয়া বলেছিলো, আমাদের সরকার কোনদিনই পদ্মা সেতু নির্মাণ করতে পারবে না। আমরা মানুষের প্রয়োজন এবং চাহিদার কথা ভেবে সেটি বাস্তবায়ন করে দেখিয়েছি। ওরা (বিএনপি) শুধু জানে কি ভাবে মানুষ খুন করতে হয়।
শনিবার দুপুরে রাজশাহীর বাঘার গোকুলপুরে অনুষ্ঠিত ‘নদী ভাঙ্গন হতে রক্ষা প্রকল্পের ড্রেজিং কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে পদ্মা সেতু থেকে প্রতিদিন ১ কোটি টাকা টোল উঠছে। ভারতের একটি পত্রিকায় লিখেছে , বাংলাদেশের মানুষের সক্ষমতা রয়েছে। সত্যিকার অর্থে তাদের আর্থ সামাজিক উন্নয়ন হয়েছে। তাই ওরা দুই হাজার টাকা টোল দিয়ে সেতু পার হয়।
প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগের মত উন্নয়ন কোন সরকারই করতে পারেনি। সরকারের সামনে আরো নতুন পরিকল্পনা রয়েছে। এগুলো বাস্তবায়ন করতে হলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
শাহরিয়ার আলম বলেন, খুব শীগগিরই চারঘাট-বাঘার নদী এলাকায় ১২ কিলোমিটার বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শেষ হবে। ইতোমধ্যে ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এখন নতুন করে শুরু হচ্ছে নদী ড্রেজিং। এই দু’টি প্রকল্প সম্পন্ন হলে এলাকার নদী হবে নান্দনিক।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, এ অঞ্চলের মানুষের সম্পদ-জমি রক্ষা, জীবনমান উন্নয়ন, কৃষি ও শিক্ষার কথা ভেবে ৭৫০ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা করেছিলাম। ফলে এখন নদীভাঙ্গন রোধ হবে। উপকার পাবেন চরাঞ্চলের মানুষ।
সভায় বিশেষ অতিথি ছিলেন, পাউবোর প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম, তত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম প্রমুখ।


প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২২ | সময়: ৬:২০ পূর্বাহ্ণ | সুমন শেখ