ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেলো তিশা খাতুন (১৩)। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা: মারিয়াম খাতুন কনের বাড়িতে গিয়ে তার বিয়ে বন্ধ করেন। তিশা খাতুন উপজেলা নটাবাড়িয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে ও স্থানীয় স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী।
এ সময় সেখানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন উপস্থিত ছিলেন। জানা যায়, শনিবার তিশা খাতুনের সঙ্গে পাশের গ্রামের এক যুবকের বিয়ের দিন ধার্য্য করা হয়। সে অনুযায়ী দুপুরে তাদের বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে ইউএনও মারিয়াম খাতুন সেখানে হাজির হয়ে বিয়ে বন্ধ করেন। এ সময় কনের অভিভাবকদের কাছ থেকে বাল্য বিয়ে না দেয়ার বিষয়ে লিখিত মুচলেকা নেয়া হয়।


প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২২ | সময়: ৬:১৩ পূর্বাহ্ণ | সুমন শেখ