সর্বশেষ সংবাদ :

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রুগী চিকিৎসকের দূর্ব্যবহারের শিকার

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্হিবিভাগে কর্তব্যরত একজন চিকিৎসকের দূর্ব্যবহারের শিকার হয়ে চিকিৎসা বঞ্চিত হয়েছেন এক রোগী। এ বিষয়ে বুধবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন ঘটনার শিকার ওই রোগী। তিনি জানান, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্হি বিভাগের ৭নং কক্ষে কর্তব্যরত চিকিৎসক হাবিবা সুলতানা হ্যাপির নিকট শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসার জন্য যায়। তিনি তার এ্যাজমা আছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
এ ঘটনার প্রতিবাদ করলে তিনি তার কোন চিকিৎসা না করে তার সাথে চরম দুর্ব্যবহার করেন। তার চিকিৎসার কাগজপত্র চালিয়ে ফেলে দেন। পরে তিনি বিষয়টি রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁনকে অবহিত করলে মেয়র হাসপাতালে এসে ওই চিকিৎসককে এ ঘটনার প্রতিবাদ জানাতে গেলে তার সঙ্গেও সে দূর্ব্যবহার করে বলে মেয়র সাংবাদিকদের জানান। রোগীর লিখিত অভিযোগ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদ জানান, এ বিষয়ে তদন্ত করে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২২ | সময়: ৭:১৪ পূর্বাহ্ণ | সুমন শেখ