সর্বশেষ সংবাদ :

জয়ের স্বস্তি নিয়ে মূল লড়াইয়ের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: নিউ জিল্যান্ডে মূল সিরিজ শুরুর আগে আতত্মবিশ্বাসের বড় রসদ পেল বাংলাদেশ। শেষ প্রস্তুতি ম্যাচে ব্যাটে-বলে গোছানো পারফরম্যান্সে নিগার সুলতানার দল হারাল নিউ জিল্যান্ড একাদশকে।
লিঙ্কনে বুধবার গা গরমের টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ জিতেছে ৭ উইকেটে। নিউ জিল্যান্ডের মেয়েদের ১২৪ রানে আটকে রেখে বাংলাদেশ জিতে যায় ২ ওভার বাকি রেখে। টস জিতে ব্যাটিং নামা নিউ জিল্যান্ডকে শুরুতেই ধাক্কা দেন জাহানারা আলম। ম্যাচের তৃতীয় বলেই বাংলাদেশের অভিজ্ঞ পেসারকে উড়িয়ে মারতে গিয়ে মিড অনে ক্যাচ দেন রেবেকা বার্নস। আরেক ওপোর নাটালি ডড রান আউট হন তৃতীয় ওভারে।
পাওয়ার প্লের পর বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা নিজের টানা দুই ওভারে নেন দুই উইকেট। নিউ জিল্যান্ড ৪ উইকেট হারায় ৪৬ রানে। পঞ্চম উইকেটে সাচি সাহরি ও অধিনায়ক লি কাসপারেক চেষ্টা করেন প্রতিরোধের। তবে সেই চেষ্টাও সফল হয়নি খুব একটা। জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার কাসপারেক ১৩ রানে আউট হয়ে যান অদ্ভুতভাবে। ফাহিমা খাতুনের বলে সুইপ করতে গিয়ে ঠিকমতো খেলতে পারেননি। বল গড়িয়ে যাচ্ছিল স্টাম্পের দিকে। কাসপারেক তখন হাত দিয়ে সরিয়ে দেন বল। বাংলাদেশের আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার।
সেখান থেকে নিউ জিল্যান্ডকে মোটামুটি একটা রানে নিয়ে যান সাচি শাহরি ও হানা রো। ৩৯ বলে ৫৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন দুজন। শাহরি অপরাজিত থাকেন ৩৪ বলে ৩৪ রানে, রো করেন ২২ বলে ৩৩। বাংলাদেশের হয়ে হাত ঘোরান ৮ জন বোলার। কম-বেশি ভালো করেন সবাই। সাম্প্রতিক ধারাবাহিকতা ধরে রেখে দারুণ বোলিং করেন বাঁহাতি স্পিনার মেঘলা।
অভিজ্ঞ পেসার জাহানারা মাঠ ছাড়েন ২.২ ওভার বোলিং করে। ইনিংসের অষ্টাদশ ওভারে নিজের বলে ফিল্ডিং করার সময় চোট লাগে তার হাতে। রান তাড়ায় বাংলাদেশ জয়ের পথে অনেকটা এগিয়ে যায় উদ্বোধনী জুটিতেই। ৮ ওভারে ৬৬ রানের জুটি গড়েন মুর্শিদা খাতুন ও দিলারা আক্তার।
দিলারার বিদায়ে ভাঙে এই জুটি। লেগ স্পিনার ডিয়ানা ডাউটির ঝুলিয়ে দেওয়া বল উড়িয়ে মারতে গিয়ে আউট হন তিনি। তবে ২১ বলে ২৪ রানের ইনিংস খেলে আন্তর্জাতিক অভিষেকের দাবিটা তিনি জানিয়ে রাখলেন। পরের পথটুকু পাড়ি দিতে খুব সমস্যা হয়নি বাংলাদেশের। মুর্শিদা খেলেন ৪২ বলে ৩৮ রানের ইনিংস। তিনে নেমে অধিনায়ক নিগার সুলতানা করেন ১৯ বলে ১৯। বাকি কাজ সেরে ফেরেন দুই অভিজ্ঞ ব্যাটার ফারজানা হক (১২ বলে ১৭) ও রুমানা আহমেদ (৯*)।
টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে জয়ের আগে একদিনের প্রস্তুতি ম্যাচে হেরেছিল বাংলাদেশ। এবার অপেক্ষা মূল সিরিজ শুরুর। ক্রাইস্টচার্চে শুক্রবার শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১১ ডিসেম্বর থেকে শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।


প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২২ | সময়: ৭:১৪ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর