আমরা বিশ্বকাপের সেমি- ফাইনাল খেলতে এসেছি

স্পোর্টস ডেস্ক: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অভিজ্ঞতা একদমই ভালো নয়। সবশেষ তিন আসর ধরে নেই জয়ের সুখস্মৃতি। এবার সেটি বদলে নতুন গল্প লিখতে চান নিগার সুলতানা। টুর্নামেন্টে যাত্রা শুরুর আগে শেষ চারে খেলার লক্ষ্য জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
দক্ষিণ আফ্রিকায় শুক্রবার শুরু হয়েছে বিশ্বকাপের অষ্টম আসর। উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের ৩ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। আজ রোববার বাংলাদেশ সময় রাত ১১টায় লঙ্কানদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত চার আসরে অংশ নিয়ে ১৭ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ২০১৪ সালে ঘরের মাঠের টুর্নামেন্টে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডকে হারায় তারা। বাকি ১৫ ম্যাচে নেই কোনো জয়।
সবশেষ তিন আসরে প্রতিবার খালি হাতেই ফিরেছেন সালমা খাতুন, রুমানা আহমেদ, জাহানারা আলমরা। এবার জয়ের অপেক্ষা ঘোচাতে চান নিগার। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্য জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। “আমরা ৪টি বিশ্বকাপ খেলেছি। কিন্তু ২০১৪ সালের পর আর জয় পাইনি। তাই আমরা (দীর্ঘ অপেক্ষার পর) প্রথম জয়ের আশা করছি। পরে মোমেন্টাম ধরে রেখে সামনে এগোতে চাই। অবশ্যই আমরা ভালো খেলতে চাই। আমরা বিশ্বকাপের সেমি-ফাইনাল খেলতে এসেছি এখানে।”
সংযুক্ত আরব আমিরাতে গত বছরের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বের টিকেট পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের বড় মঞ্চে এবার নিজেদের অবস্থান শক্ত করার ব্যাপারে প্রত্যয়ী তারা। “আমরা বাছাইপর্ব পেরিয়ে এখানে এসেছি। তাই এই মঞ্চের মূল্য আমরা জানি। সামনের দিকে তাকিয়ে আছি আমরা। নিজেদের সামর্থ্য দেখানোর জন্য বড় সুযোগ এটি। আমাদের সামর্থ্য আছে বড় দলগুলির সঙ্গে লড়াই করার।” “আমরা যে এখানে শুধু অংশগ্রহণ করতে আসিনি, লড়তে এসেছি তা দেখানোর সুযোগটি নিতে চাই।” বিশ্বকাপের ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
আমরা বিশ্বকাপের সেমি-


প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৩ | সময়: ৬:৩৪ পূর্বাহ্ণ | সুমন শেখ