সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে বিসিএস পরীক্ষায় অনুপস্থিত ৬৪৮৫ জন

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর ২৯টি কেন্দ্রে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসব কেন্দ্রে ৬ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের রাজশাহী অঞ্চলের উপপরিচালক মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজশাহী মহানগরের ২৯টি কেন্দ্রে ৩২ হাজার ৫৮১ জন পরীক্ষার্থী ছিলেন। এরমধ্যে ২৬ হাজার ৯৬ জন পরীক্ষায় অংশ নেন। বাকি ৬ হাজার ৪৮৫ জন অনুপস্থিত ছিলেন।
জাকির হোসেন বলেন, ‘পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও বড় ধরনের কোন সমস্যা হয়নি। কোথাও ছোটখাটো সমস্যা হলে আমরা মোবাইল ফোনে সমাধান করে দিয়েছি।’
শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিসিএসের প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা উপলক্ষে কেন্দ্রগুলোর চারপাশে ২০০ গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং চারজনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছিল পুলিশ। পরীক্ষা চলাকালে পুলিশ সতর্ক ছিল। এ ছাড়া প্রত্যেক কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।


প্রকাশিত: মে ২৮, ২০২২ | সময়: ৬:৩১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর