রাবিতে ‘সেকেন্ড টাইম’ বহালের দাবিতে মানববন্ধন

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে(রাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ (সেকেন্ড টাইম) বহাল রাখার দাবি জানিয়েছে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন তারা।
এসময় ‘শিক্ষা আমাদের অধিকার’, ‘সিলেকশন পদ্ধতি মানি না, মানবো না’ বলে স্লোগান দেওয়ার পাশাপাশি কয়েক দফা দাবি পেশ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- রাবিতে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ বহাল রাখা, প্রাথমিক সিলেকশন পদ্ধতি বাতিল করা, সিলেকশন পদ্ধতি বাতিলের ফলস্বরূপ ছাত্র সংখ্যা বৃদ্ধি হলে বিভাগীয় শহর গুলোতে ভর্তি পরীক্ষা নেওয়া।
মানববন্ধনে রাজশাহী বরেন্দ্র কলেজের শিক্ষার্থী খালেদ মাসুদ বলেন, রাবিতে গতবার দ্বিতীয়বারের মতো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিয়ে বলা হয়েছিলো করোনায় সে সকল শিক্ষার্থীদের পড়াশোনা ক্ষতিগ্রস্থ হয়েছে। কিন্তু করোনা আমাদের সময় থেকে মহামারি আকার ধারণ করে। তাহলে আমাদের কেন দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না। আমরা রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চাই এবং সিলেকশন পদ্ধতি বাতিল চাই।
শহীদ এএইচএম কামারুজ্জামান ডিগ্রি কলেজের শিক্ষার্থী সামিউল জিহাদ বলেন, করোানায় আমরাও প্রায় দেড় বছর ক্লাস করতে পারিনি। করোনায় আমাদেরও পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের সেকেন্ড টাইম সুযোগ দেওয়া হোক। আমাদের এই সুযোগ দেওয়া হলে আমারও ভালো কিছু করতে পারি। আমরা শুধু রাবিতে নয় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়েও সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ চাই।
মানববন্ধনে রাজশাহী কলেজ, রাজশাহী সিটি কলেজ, নিউ গভমেন্ট ডিগ্রি কলেজ, রোহানপুর কলেজ, নাটোর নবাব সিরাজউদ্দৌলা কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, করোনার কারণে রাবিতে গতবছর ২৭ হাজার শিক্ষার্থীকে দ্বিতীয়বারের মতো স্নাতকে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল।


প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২২ | সময়: ৬:২২ পূর্বাহ্ণ | সুমন শেখ