সর্বশেষ সংবাদ :

সাপাহারে জিপিএ-৫ শীর্ষে পাইলট উচ্চবিদ্যালয়

সাপাহার প্রতিনিধি: এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে জি,পি, এ-৫ বিবেচনায় সাপাহার উপজেলার সনামধন্য সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় শীর্ষে থাকলেও পাশের শীর্ষে রয়েছে আর এক সনাম ধন্য প্রতিষ্ঠান সাপাহার আলহেলাল ইসলামী স্কুল এন্ড কলেজ।
ফলাফল প্রকাশের পর পরই প্রতিষ্ঠান প্রধানগনের নিকট থেকে জানা যায় যে, সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় হতে এবছর এসএসসি পাশ পরীক্ষায় ১৬৩জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৬২পাশ করে যার পাশের হার শতকরা ৯৯.৩৯% এবং জিপিএ-৫ পেয়েছেন ১২৪জন শিক্ষার্থী। জিপিএ-৫পাওয়ার শতকরা হার ৭৬.৫৪% অপর দিকে আলহেলাল এসলামী স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পাশ পরীক্ষায় ২০১জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছেন ২০০’শজন শিক্ষার্থী তাদের পাশের হার শতকরা ৯৯.৫০ এবং জিপিএ-৫ পেয়েছেন ১৩৭জন। তাদের জিপিএ-৫পাওয়ার শতকরা হার ৬৮.৫০%। অপর দিকে উপজেলা সদরের সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৮জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছেন ২৪জন ও জিপিএ-৫জন, জামান নগর বালিকা উচ্চ বিদ্যালয় হতে ৬১জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৬জন পাশ করে সেখান থেকে জিপিএ-৫ পেয়েছেন ১৪জন শিক্ষার্থী, ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয় হতে ১০৬জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করে ৯৮জন জিপিএ-৫ পেয়েছেন ৫জন এবং সদরের শরফতুল্যাহ ফাজিল মাদ্রাসা হতে সমমান দাখিল পরীক্ষায় ২৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে ২২জন ও জিপিএ-৫ পেয়েছেন ৩জন।


প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২ | সময়: ৫:৩৫ পূর্বাহ্ণ | সুমন শেখ