সর্বশেষ সংবাদ :

নিয়ামতপুরে বিনামূল্যে বিভিন্ন বীজ ও সার বিতরণ

নিয়ামতপুর প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুরে বিনামুল্যে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। ২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালিন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূলে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। ১৭ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদের নবনির্মিত হল রুমে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

 

 

 

উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সাফিউল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা কৃষকলীগের আহবায়ক অবিনাষ চন্দ্র মহন্ত।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নওগাঁ জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আলহাজ¦ আবেদ হোসেন মিলন, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ ওবাইদুল হক, শ্রীমন্তপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ রফিকুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ উপস্থিত ছিলেন। উপজেলায় পূর্ণবাসন কর্মসূচী ও প্রণোদনা কর্মসূচীর আওতায় ৫ হাজার ৮শ ৯০ জন কৃষকের মাঝে বিভিন্ন ফসলের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়।প্রত্যেক কৃষককে গম ২০ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি করে বীজ ও সার বিতরণ করা হয়। প্রক্যেক কৃষক আলাদা আলাদা কেউ ভুট্টা নিলে ২ কেজি, সরিষা নিলে ১ কেজি, সূর্যমুখী ১ কেজি, মসুর ডাল ৫ কেজি, খেসারী ডাল ৮ কেজি, চিনাবাদাম ১০ কেজি, মূগ ডাল ৫ কেজি এবং পিয়াজের ১ কেজি কের বীজ এবং একই পরিমান সার প্রদান করা হয়।

 

 

 

 

সানশাইন/টিএ


প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২২ | সময়: ৯:৪৭ অপরাহ্ণ | Daily Sunshine