আদমদীঘিতে ভটভটির চাপায় শিশুর মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ভটভটির নিচে চাপা পড়ে জুনায়েদ নামের দশ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশু জুনায়েদ নওগাঁ জেলার রাণীনগর উপজেলার প্রত্যন্ত এলাকার মোঃ বাবুর ছেলে। এ ঘটনায় ভটভটিসহ চালককে আটক করেছে পুলিশ।

আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার বর্মন জানান, বুধবার দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন শিশু জুনায়েদ। এসময় ভটভটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে তার (শিশু) অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যান।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই
ভটভটিসহ চালক আলমগীরকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয় হবে বলে জানান তিনি।


প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২২ | সময়: ৯:৫৯ অপরাহ্ণ | সানশাইন