আ.লীগ নেতাদের টাকা পাচারের কারণে দুর্ভিক্ষ আসছে : টুকু

স্টাফ রিপোর্টার : সরকার দলীয় নেতাদের টাকা পাচারের কারণে দুর্ভিক্ষ আসছে বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে বুধবার রাতে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সমন্বয়ক কমিটির আয়োজনে সভায় তিনি ছাড়াও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহামান মিনু, বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত বক্তব্য রাখেন।
ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘দুবাইয়ে এখন যত বাড়ি বিক্রি হচ্ছে তার গ্রাহকদের বেশী সংখ্যক বাংলাদেশী এবং তারা সরকার দলীয় নেতাকর্মী। এভাবে অর্থ পাচারের কারণে টাকার অভাবে সরকার খাদ্য আমদানি করতে পারছে না। দেশের অবস্থা বর্তমানে খুব খারাপ।’
তিনি বলেন, ‘নিত্যপণ্যের উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। রিজার্ভ ফান্ড কমে যাওয়ায় ব্যাংকসমূহে আর্থিক সংকট বেড়ে গেছে। ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় আমদানীতে ব্যয় বৃদ্ধি পেয়েছে। ফলে জনগণ অত্যন্ত খারাপ সময় পার করছে। যে কোন সময়ে দেশের অবস্থা ভয়াবহ আকার ধারণ করতে পারে।’
তিনি আরও বলেন, ‘দুর্নীতির কারণে ৭৪ সালে দুর্ভিক্ষ হয়েছিল। তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এবারও দুর্নীতি ও অর্থ পাচারের কারণে দেশে দুর্ভিক্ষ আসতে চলছে।’
ইকবাল হাসান মাহমুদ আরো বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বারবার বলেন বিএনপির নাকি ক্যান্টনমেন্টে জন্ম, ক্যান্টনমেন্ট থেকে এসেছে। কিন্তু এখন তারা টিকে রয়েছে ক্যান্টনমেন্টেন জোরেই।’
তিনি বলেন, ‘আমাদের লক্ষ একটাই গণতন্ত্রকে মুক্ত করা। গণতন্ত্র মুক্তি পেলে বেগম খালেদা জিয়া মুক্তি পাবে, তারেক রহমান দেশে ফিরবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ছাড়া বিএনপি কোন নির্বাচনে যাবে না বলেও দাবি করেন তিনি।’
সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘যত বাধা আসুক রাজশাহীর মাদ্রাসা ময়দানে গণসমাবেশ হবে। এই সমাবেশে যোগদানের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনসহ বর্তমান সরকারের দুঃশাসনের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে।’
সভায় রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘জাতীয় সরকার গঠন ও দেশের সংসদীয় কাঠামোয় গুণগত পরিবর্তন আনতে চায় বিএনপি। যার জন্য বিএনপি চায় একটি নিরপেক্ষ সরকার। এর জন্য রাজপথে নেমে আসবে। সব বাধা পেরিয়ে সমাবেশে আসবে।’
তিনি আরো বলেন, ‘পরিবহন ধর্মঘট দিয়ে জনগনকে আটকে রাখা যাবে না। সাইকেলে করে, পায়ে হেঁটে সমাবেশে উপস্থিত হবে তারা।’


প্রকাশিত: নভেম্বর ১০, ২০২২ | সময়: ৬:১৯ পূর্বাহ্ণ | সুমন শেখ