সর্বশেষ সংবাদ :

করোনায় এক দিনে শনাক্ত ৪৮, মৃত্যু নেই

সানশাইন ডেস্কঃ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪২৬ জনই রইল। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৪৮ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৯৩০ জন।

 

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮২ হাজার ৯৯৯ জন। এ সময় নমুনা সংগ্রহ করা হয়েছে দুই হাজার ৮১৮টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে দুই হাজার ৭৯৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫০ লাখ ৩০ হাজার ৪২৪টি।এতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার এক দশমিক ৭২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

 

 

সানশাইন/টিএ


প্রকাশিত: নভেম্বর ৮, ২০২২ | সময়: ১০:২১ অপরাহ্ণ | Daily Sunshine