দীপাবলীর প্রদ্বীপে দগ্ধ রুয়েট ছাত্রীর মৃত্যু

রাবি প্রতিনিধি : দীপাবলির প্রদীপ জ্বালাতে গিয়ে দগ্ধ হওয়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সেই শিক্ষার্থী মৌমিতা সাহার (২৩) মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
শুক্রবার দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক রবিউল আউয়াল।
জানতে চাইলে তিনি বলেন, গত ২৪ অক্টোবর রাত আটটার দিকে রুয়েটের অস্থায়ী মন্দিরে দীপাবলির প্রদীপ জ্বালাচ্ছিলেন মৌমিতা। তখন অসাবধানতাবশত তাঁর শাড়িতে আগুন লেগে যায়। এতে তিনি দগ্ধ হন। পরে তাঁকে তৎক্ষণাৎ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা দ্রুত তাঁকে ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করেন। পরে তাঁরা সেখানে তাঁকে নিয়ে ভর্তি করেন।
তিনি আরও বলেন, আগুনে মৌমিতার শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল। মাঝখানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হয়েছিল। পরে হঠাৎ মৌমিতা বেশি অসুস্থ হয়ে পড়েন। গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে মৌমিতা মারা যান। পরিবারের সদস্যরা সকালে তাঁর মরদেহ নিয়ে খুলনার উদ্দেশে রওনা হয়েছেন।
উল্লেখ্য, মৌমিতা সাহা রুয়েটের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি খুলনা শহরে।


প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২ | সময়: ৫:৩২ পূর্বাহ্ণ | সুমন শেখ