নানা আয়োজনে রাজশাহীর পবায় জাতীয় যুব দিবস পালিত

পবা প্রতিনিধিঃ

 

সারাদেশের ন্যায় রাজশাহীর পবা উপজেলায় জাতীয় যুব দিবস ২০২২ পালিত হয়েছে। প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে পবা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে যুব র‌্যালি বের হয়ও তার পরবর্তীতে হলরুমে বিশেষ আলোচনা সভা,যুবঋণের চেক, সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও গাছের চারা বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

মঙ্গলবার (০১ নভেম্বর) সকালে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার লসমি চাকমা’র সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী।

 

উপজেলা যুব উন্নয়ন অফিসার এমএন জহুরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, পবা থানা অফিসার ইনচার্জ ফরিদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, উপজেলা প্রাণীসম্পদ অফিসার মনিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা শাহনাজ পারভীন, তথ্য সেবা কর্মকর্তা জিনিয়া শারমিন, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আকরাম উদ্দিন, ডাংগীপাড়া মৎস্য জীবি সভাপতি আশরাফুল ইসলাম, বামনশিকড় যুব উন্নয়ন সমিতির সভাপতি সুজন কবির।

 

বক্তব্য রাখেন বাঁচার আাশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোস্তফা সরকার বিজলী, অন্যদের মধ্যে যুবকর্মী মোস্তাফিজুর রহমান, এমদাদুল হক, নারীনেত্রী রহিমা বেগম, এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন যুব সংগঠনের যুবকর্মী, সাংবাদিক, উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

 

 

সানশাইন/টিএ

 


প্রকাশিত: নভেম্বর ১, ২০২২ | সময়: ৯:৪৮ অপরাহ্ণ | Daily Sunshine