রবিবার, ১০ই ডিসেম্বর, ২০২৩ ইং, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বং।
মোহনপুর প্রতিনিধিঃ
মোহনপুরের কেশরহাট পৌর বিএনপির প্রয়াত চার ত্যাগী নেতার রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ অক্টোবর) বিকেলে কেশরহাট মহিলা কলেজ প্রাঙ্গনে প্রয়াত নেতা জাকির হোসেন, মনির উদ্দিন, আব্দুস সামাদ ও শামসুল আলম স্বরণে শোকাহত হয়ে বিএনপির নেতাকর্মীরা এ আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন, কেশরহাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক মশিউর রহমান, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিম উদ্দিন, যুবদলের আহবায়ক শাহিন আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম রেজা, কৃষকদলের আহবায়ক আব্দুর রহিম সর্নকার, জেলা কৃষকদলের সদস্য আশিকুল ইসলাম বাবু, সদস্য মসলেম উদ্দিন প্রমুখ।
সানশাইন/টিএ