টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সানশাইন ডেস্ক: ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে গাড়িতে পদ্মা সেতু পাড়ি দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন তারা।
শুক্রবার সকাল ৭টা ৪০ মিনিটে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের টোল প্লাজার ৫ নম্বর লেইন দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহর একে একে পদ্মা সেতুতে ওঠে। বহরের ২১টি গাড়ি ধীরগতিতে ১৪ হাজার ৬৫০ টাকার টোল পরিশোধ করে। এরপর ৭টা ৪৯ মিনিটে প্রধানমন্ত্রী পদ্মা সেতু অতিক্রম করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর এক নম্বর সার্ভিস এরিয়ায় যান। সেখানে যাত্রা বিরতি শেষে ৮টা ৩২ মিনিটে টুঙ্গিপাড়ার উদ্দ্যেশে রওনা দেন তিনি। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের টোল প্লাজার ৫ নম্বর লেন দিয়ে প্রধানমন্ত্রীর গাড়ি বহর পদ্মা সেতুতে ওঠে।
সকাল ৯টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী তার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়া পৌঁছালে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের স্বাগত জানান। এরপর সকাল ১০টা ৫ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। পরে বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলসহ ৭৫ এর ১৫ অগাস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন তিনি।
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর এক নম্বর সার্ভিস এরিয়ায় যাত্রা বিরতি শেষে টুঙ্গিপাড়ার উদ্দ্যেশে রওনা দেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য, সংসদ সদস্য, পদস্থ সামরিক-বেসাররিক কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। স্বপ্নজয়ের উদ্বোধনের ১০৫ দিনের মাথায় চতুর্থবারের মত সরকার প্রধান পদ্মা সেতু পাড়ি দিলেন। সেতুতে ওঠার পর প্রধানমন্ত্রীর গাড়ি বহর কিছুটা ধীর গতিতে চলে। গাড়িতে বসেই পদ্মার সৌন্দর্য উপভোগ করেন শেখ হাসিনা।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এলাকা জুড়ে নজিরবিহীন নিরাপত্তা নেওয়া হয়েছে। এদিন সড়ক পথে পদ্মা সেতু হয়ে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ টুঙ্গিপাড়া আসছেন। পদ্মাসেতু হয়ে এটিই রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের প্রথম টুঙ্গিপাড়া সফর। তিনি টুঙ্গিপাড়া পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানাবেন।


প্রকাশিত: অক্টোবর ৮, ২০২২ | সময়: ৬:৪৫ পূর্বাহ্ণ | সুমন শেখ