নাচোলে রাস্তায় ভবন নির্মাণ সামগ্রী রাখায় ১০ হাজার টাকা জরিমানা

নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল বাসস্ট্যান্ড মোড়ে সরকারী রাস্তায় ভবন নির্মান সামগ্রী রাখার দায়ে ২ব্যাক্তিকে ১০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার নাচোল বাসস্ট্যান্ড মোড়ে রাস্তার উপর নির্মাণ সামগ্রী রেখে জনগণের চলাচলের প্রতিবন্ধকতার দায়ে নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবুকে ৫হাজার ও বাসস্ট্যান্ডপাড়ার ডলার আহম্মেদকে ৫হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্র্রেট ও নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন। সেই সাথে অতি দ্রুত নির্মাণ সামগ্রী সরানোর নির্দেশ দেন। এসময় উপস্থিত ছিলেন নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু ও আইন শৃংঙ্খলার বাহিনীর সদস্যবৃন্দ।


প্রকাশিত: অক্টোবর ৪, ২০২২ | সময়: ৫:০৭ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর