জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিলেন আজাহারুল ইসলাম বুলু

 

নিয়ামতপুর প্রতিনিধিঃ

আসন্ন নওগাঁ জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলামের নিকট দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন, নিয়ামতপুর উপজেলার ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহারুল ইসলাম বুলু।

আজাহারুল ইসলাম বুলু নিয়ামতপুর উপজেলার ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। চেয়ারম্যানের দায়িত্বপালনকালীন সময়ে নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন মূলক কর্মকাণ্ড সাধিত করেন। এভাবে তিনি শ্রীমন্তপুর ইউনিয়নে জনসেবায় অনন্য নজির স্থাপন করেছেন। শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগ রাজনীতির অঙ্গনে তিনি একজন জনবান্ধব নেতা হিসেবে সর্বমহলে প্রশংসিতও হয়েছেন। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকলপর্যায়ের নেতাকর্মী তাকে রাজনীতিতে সাদা মনের মানুষ হিসেবে জানেন।

 

মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী বজলুর রশীদ, সদর ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান নঈম, পাড়ইল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, শ্রীমন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

 

মনোনয়ন ফরম জমা দেওয়ার পর আজাহারুল ইসলাম বুলু বলেন, আমি কোনদিন অপরাজনীতি করিনি। চেষ্ঠা করেছি, সবার অংশগ্রহণ ও সহযোগিতায় পরিচ্ছন্ন রাজনীতি উপহার দিতে। বড়জনকে সম্মাণ করেছি, ছোটদের আদর স্নেহ দিয়েছি। সংগঠনকে গতিশীল করতে নেতাকর্মী সবার সহযোগিতায় একসঙ্গে কাজ করেছি। সবাইকে নিজের মতো করে আপন করার মধ্যদিয়ে রাজনীতি করেছি। তিনি আরোও বলেন, নওগাঁ জেলা পরিষদের সদস্য নির্বাচিত হলে, চেষ্ঠা করবো, সাধ্য মতো এলাকার উন্নয়ন মূলক কাজে অংগ্রহন করতে এবং জনগনের সুখ দুঃখের সারথী হতে। আশাকরি দল আমার ত্যাগের মূল্যায়ন করবে।

 

 

সানশাইন/তৈয়ব

 


প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২২ | সময়: ৭:১৭ অপরাহ্ণ | Daily Sunshine