রামেকে ডেঙ্গু আক্রান্ত আরেক যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত আরও এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম জাহিদুল ইসলাম (৩৮)। তিনি নাটোরের লালপুর উপজেলা কালুপাড়া এলাকায় জমশেদ আলীর ছেলে।
বৃহস্পতিবার সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জাহিদুলের কোনো ভ্রমণ ইতিহাস নেই। সাতদিনের জ্বর নিয়ে গত ২৭ সেপ্টেম্বর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সেখান থেকে পরদিন তাকে রামেক হাসপাতালে আইসিইউতে পাঠানো হয়। গতরাতে রাতে তিনি সেখানেই মারা যান। এ নিয়ে চলতি ডেঙ্গু মৌসুমে রামেক হাসপাতালে ১৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।
রামেক হাসপাতাল পরিচালক বলেন, ডেঙ্গু জ্বর নিয়ে এখন পর্যন্ত রামেকে ভর্তি হয়েছেন দুই হাজার ৩০৭ জন রোগী। এরমধ্যে স্থানীয়ভাবে (রাজশাহীর) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৯৬ জন। বাকিরা রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় গিয়ে আক্রান্ত হন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ১৫০জন রোগী। বর্তমানে আরও ১৪৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।


প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৩ | সময়: ৬:০২ পূর্বাহ্ণ | সুমন শেখ