বৃদ্ধকে মারপিট করায় বাগমারায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

স্টাফ রিপোর্টার : ইটভাটার কাজে ফসলি জমি না দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে জখম করায় রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান সাফিকুল ইসলাম সফিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বাগমারা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাগমারা থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, বৃদ্ধের ছেলের দায়ের করা মামলায় ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার একতা ইটভাটির মালিক চেয়্যারম্যান সফি ও তার দলবল মঙ্গলবার বিকেলে বৃদ্ধ সামসুদ্দিন পরামানিকের ফসলি জমিতে ভাটার জন্য প্লট করতে চাচ্ছিলেন। কিন্তু ওই ফসলি জমি দিতে চাননি বৃদ্ধ সামশুদ্দিন। এ কারণে তাকে জমি থেকে তুলে ইটভাটির অফিস কক্ষে নিয়ে যান তারা। পরে সেখানে তাকে বেধড়ক পেটানো হয়। এ ঘটনার পর ওই বৃদ্ধের পরিবার জানতে পেরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাতে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করে।


প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩ | সময়: ৬:০৭ পূর্বাহ্ণ | সুমন শেখ