সর্বশেষ সংবাদ :

নওগাঁয় এলজিএসপি-৩ প্রকল্পের অগ্রগতি ও অর্জন বিষয়ক কর্মশালা

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) প্রকল্পের অগ্রগতি ও অর্জনের বিষয়ে জেলা পর্যায়ে অবহিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কর্মকর্তা নূর মোহাম্মদ, এলজিএসপির ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোহামিনুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিটের সাবেক কমান্ডার হারুন অল রশিদসহ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম শক্তিশালীকরণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও টেকসইকরণে নারীর ক্ষমতায়নসহ নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও গ্রামীণ দারিদ্র হ্রাসকরণে বিশেষ অবদান রাখার পাশাপাশি ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে সকল ইউনিয়ন পরিষদ ও পৌরসভাকে কার্যকর স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে রূপ দিতে এলজিএসপি-৩ উল্লেখযোগ্য অবদান রাখছে।

কর্মশালায় নওগাঁর ১১ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে গ্রুপ ওয়ার্কে এলজিএসপি প্রকল্পের সুপারিশমালা গ্রহণের মাধ্যমে কর্মশালা সমাপ্ত হয়।

 

সানশাইন/তৈয়ব


প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২২ | সময়: ৮:২১ অপরাহ্ণ | Daily Sunshine