সর্বশেষ সংবাদ :

বাগমারায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে আলোচনা সভা

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাগমারা উপজেলা ইউনিট মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক অধ্যক্ষ জিয়া উদ্দিন টিপুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম।

মঙ্গলবার সকাল সাড়ে এগারো ঘটিকায় উপজেলা হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই সভায় বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা কে. এম. ইয়াছিন আলী মোল্লা সাবেক ডেপুটি কমান্ডার রাজশাহী জেলা ইউনিট,  বীর মুক্তিযোদ্ধা আবদুল জব্বার ভারপ্রাপ্ত কমান্ডার বাগমারা উপজেলা ইউনিট, বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্রনাথ সরকার, সদস্য জেলা ইউনিট।

প্রধান বক্তা ছিলেন মাহমুদ হাসান ফয়সল, সভাপতি মুক্তিযোদ্ধা সংসদ সন্তানা কমান্ড রাজশাহী  জেলা ইউনিট।

বিশেষ বক্তা ছিলেন  প্রভাষক কামরুল ইসলাম মিঠু সাধারণ সম্পাদক  মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাজশাহী জেলা ইউনিট। সভায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক প্রভাষক মাহাবুর রহমান, বাগমারা থানার ওসি রবিউল ইসলাম, বীরমুক্তিযোদ্ধার সন্তান শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা, তাহেরপুর পৌর আ.লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুর, গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সরকার সহ অন্যরা।

অনুষ্ঠানে উপজেলার ১৬ টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার চারশতাধিক মুক্তিযোদ্ধার সন্তান ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বাগমারা উপজেলা ইউনিট মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব সেজানুর রহমান সেজান। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব ইসমাইল হোসেন সান্টু, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক  সভাপতি নাদিরুজ্জামান মিলন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য জিয়াউল আলম রাবু, সদস্য নাজমুল আলম শিশির, টুটুল, মতলেবুর রহমান প্রমুখ। সভা শেষে দেশ ও জাতীর কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


প্রকাশিত: আগস্ট ২৩, ২০২২ | সময়: ১০:২২ অপরাহ্ণ | সানশাইন